EASYTECH

এজিটেক কমিউনিকেশন জিপিসির সম্মানিত কাস্টমার

"গরিবরবি"

  1. কাস্টমার এজিটেক অ্যাকাউন্ট থেকে বাংলাদেশ আইআইজিগুলোর সকল পদ্ধ বা সেবা ফ্রি করবে।
  2. আন্তর্জাতিক থেকে পদ্ধ বা সেবা নেয়ার ক্ষেত্রে ৬০% অর্থ পূর্ণ গ্রাহককে এবং অবশিষ্ট (৪০%) পদ্ধত সংস্থকে করতে হবে।
  3. পদ্ধ বা সেবা ক্রয়ের মাধ্যমে পয়েন্ট সংস্থ হবে।
  4. যখন কোম্পানিটির মোট ১০০ পয়েন্ট সংস্থ হবে তখন একটি ক্লাব মেম্বার ঘোষণা করা হবে।
  5. ক্লাব মেম্বার হওয়ার দুটি ধাপ রয়েছে:
    ক) ক্লাব মেম্বার কোম্পানির লাভের সাথে ১০% অংশগ্রহণ করবেন।
    খ) ১০ নম্বর পর্যন্ত পয়েন্ট পাওয়া পর্যন্ত।
  6. যে কোনো সমস্যা বা অভিযোগের সময়ে কাস্টমার কোম্পানির সাথে সরাসরি যোগাযোগ করতে পারবেন।
  7. অন্যান্য কোম্পানির পণ্য বা সেবা ক্রয়ের পূর্বে কোম্পানিকে অবগত করতে হবে এবং অনুমোদন নিতে হবে।
  8. যে কোন কোম্পানির সিস্টেম বা কনফিগারেশন যদি কোম্পানির অনুমতি ছাড়া পরিবর্তন করা হয়, তাহলে কোম্পানিটি কোনো দায় নেবে না।
  9. কাস্টমারদের আইডেন্টিটি, ইনফো বা যেকোনো ধরনের ডেটা গোপন রাখা কোম্পানির দায়িত্ব হবে।
  10. যদি কাস্টমার কোনও ধরনের অপরাধমূলক কার্যকলাপে যুক্ত হয়, তাহলে কোম্পানি কর্তৃপক্ষ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করবে।
  11. কোম্পানির সিদ্ধান্তের বিরুদ্ধে কোনো কাজ করলে কোম্পানির পক্ষ থেকে অ্যাকাউন্ট বাতিল করা হবে এবং এর বিরুদ্ধে কোন আইনি পদক্ষেপ গ্রহণ করা হবে না।
  12. কোম্পানি যেকোনো সময়ে পলিসি পরিবর্তন বা আপডেট করার অধিকার সংরক্ষণ করে।

এজিটেক কমিউনিকেশন জিপিসির পক্ষ থেকে আপনাদের সকলের সার্বিক সহযোগিতা প্রত্যাশা করছি।