EASYTECH

এজিটেক কমিউনিকেশন ওয়াপিসের সম্মানিত কাস্টমার
“শর্তাবলী”

  1. কাস্টমার এজিটেক অফিসে এসে বাংলাদেশি নাগরিকতা স্বীকৃত হয়ে পণ্য ক্রয় করতে পারবেন।
  2. কাস্টমাররা পণ্য ক্রয়ের সময় ন্যূনতম ৬০% টাকা নগদে পরিশোধ করবেন এবং বাকি ৪০% টাকা মাসিক কিস্তিতে পরিশোধ করবেন।
  3. পণ্য ক্রয়ের সময় সর্বনিম্ন ৩ মাস থেকে সর্বোচ্চ ৬ মাসে কিস্তি পরিশোধ করতে হবে।
  4. প্রথম কিস্তি পণ্য নেওয়ার সময় এবং পরবর্তী কিস্তি প্রতি মাসের ১০ তারিখের মধ্যে পরিশোধ করতে হবে।
  5. প্রতি মাসে সার্ভিস চার্জ ১০০ টাকা এবং এককালীন ফাইল চার্জ ৩০০ টাকা প্রযোজ্য হবে।
  6. কাস্টমার একাধিক পণ্য একসাথে নিতে পারবেন না, পূর্বের পণ্যের কিস্তি পরিশোধ না করা পর্যন্ত নতুন পণ্য গ্রহণ করা যাবে না।
  7. কোনো পণ্য ফেরত বা পরিবর্তন করা যাবে না।
  8. কাস্টমার পণ্য গ্রহণের পর পণ্যটি বিকল বা ক্ষতিগ্রস্ত হলে কোম্পানির কোনো দায় থাকবে না।
  9. কাস্টমার সময়মত কিস্তি পরিশোধ না করলে কোম্পানি পণ্য ফেরত নিতে পারবে এবং ইতিপূর্বে দেওয়া অর্থ ফেরত দেওয়া হবে না।
  10. কোম্পানি প্রয়োজনে নিয়ম ও শর্তাবলী পরিবর্তন করার অধিকার সংরক্ষণ করে।

এজিটেক কমিউনিকেশন সর্বদা গ্রাহকদের উন্নতমানের সেবা প্রদান করে আসছে।


এজিটেক কমিউনিকেশন ওয়াপিসের সম্মানিত মার্কেটিং প্রফেশনাল
“শর্তাবলী”

  1. প্রত্যেক এমপি নিজস্ব আইডি কার্ড ব্যবহার করবেন।
  2. কোনো মার্কেটিং প্রফেশনাল অন্য এমপি-র কাজ বা গ্রাহকের সাথে সরাসরি লেনদেন করতে পারবেন না।
  3. মার্কেটিং প্রফেশনাল কোম্পানির নির্ধারিত নীতিমালা অনুযায়ী কমিশন পাবেন।
  4. কমিশন মাসের শেষ সপ্তাহে প্রদান করা হবে, তবে কোম্পানির অনুমোদিত রিপোর্টের ভিত্তিতে।
  5. কোনো এমপি তার আইডি কার্ড বা দায়িত্ব অন্য কাউকে হস্তান্তর করতে পারবেন না।
  6. এজিটেক কমিউনিকেশন প্রয়োজনে মার্কেটিং প্রফেশনালদের নীতিমালা পরিবর্তন বা সংশোধন করতে পারে।

এজিটেক কমিউনিকেশন সকল মার্কেটিং প্রফেশনালদের উন্নতি ও সহযোগিতায় বদ্ধপরিকর।